বাংলারজমিন

টুকরো খবর

১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৭:৫৯ পূর্বাহ্ন


সড়ক দুর্ঘটনায় নিহত ৩
শাহরাস্তিতে শিক্ষার্থী
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। নিহতের সঙ্গে থাকা অপর ২ আরোহীকে মুমূর্ষু অবস্থায় ১ জনকে কুমিল্লা আরেক জনকে ঢাকার (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সকাল ৯টায় ওই দুর্ঘটনায় নিহত কবিরের নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত রোববার বিকাল ৫টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচৌঁ এলাকার পাটোয়ারি বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরায় ১
মাগুরা প্রতিনিধি: মাগুরায় সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬৫) নামে টিএন্ডটি বিভাগের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে সিএনজি চাপায় তিনি নিহত হন। মাগুরা সদর থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাজারে যাওয়ার জন্য মাহবুবুর রহমান নিজ বাড়ি থেকে পারনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে দিয়ে হাইওয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে চাপা দিলে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। রক্তাক্ত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সিএনজিসহ চালককে আটকে অভিযান চলছে।
রাজশাহীতে ১
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মাহেন্দ্রার (থ্রি হুইলার) ধাক্কায় সোহেল ইসলাম (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ওই গ্রামের মুদি দোকানদার আব্বাস আলীর ছেলে ও নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কণা জানান, সকালে নারায়ণপুর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাহেন্দ্রা সোহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরো জানান, পুলিশ মাহেন্দ্রাটিকে আটক করলেও এর চালক কৌশলে পালিয়ে গেছে। তবে তাকে আটক করার চেষ্টা চলছে।

নয়াপাড়ায় জাবেদ বিজয়ী
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচেন সৈয়দ মো. জাবেদ ঘোড়া প্রতীক নিয়ে ৫৮৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম (নৌকা) পেয়েছেন ৩২৭২ ভোট।
রূপগঞ্জে ছালাউদ্দিন বিজয়ী
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছালাউদ্দিন ভূইয়া বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট কবির হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ১১ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।
লালমোহনের পৌর পিতা তুহিন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহন আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের এমদাদুল ইসলাম তুহিন ১০ হাজার ৫৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ১৫৯ ভোট।
মেহেন্দিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে: মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহফুজ আলম লিটন (ঘোড়া)। নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুনসুর আহমেদ মাত্র ১ হাজার ৭৫৭ ভোট পেয়ে ভোটে চতুর্থ হয়েছেন। বিজয়ী মাহফুজল আলম আন্ধারমানিক ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি। প্রদত্ত ভোটের ৯০ ভাগের বেশী ভোট পড়েছে ঘোড়া প্রতীকে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status