বাংলারজমিন
বদরগঞ্জে তিন শ্রমিকের জরিমানা
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২০১৯-১০-১৫
বদরগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ট্রাক্টর চালকসহ তিন শ্রমিকের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন, লোহানীপাড়া ইউনিয়নের মাদাইখামার গ্রামের ট্রাক্টর চালক নুরুজ্জামান (২৫), শ্রমিক মনির হোসেন (২০) ও আবদুল আহাদ (১৯)। তবে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে জেলের হাত থেকে রক্ষা পান ওই শ্রমিকরা। গত রোববার সন্ধ্যা ৭টায় ইউএনও’র কার্যালয়ে আদালত বসিয়ে ওই রায় দেন আদালতের বিচারক ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীরুল ইসলাম। বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র বর্মণ জানান, ওইদিন দুপুরে মাদাই খামার এলাকার একটি খাস জমি থেকে বালু উত্তোলনের সময় তাদেরকে আটক করে থানায় আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ওই রায় দেন।