অনলাইন

নৌকা দেখলেই গা জ্বলে এমপি পঙ্কজের : উপজেলা চেয়ারম্যান মুনসুর

স্টাফ রিপোর্টার

১৩ অক্টোবর ২০১৯, রবিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

নৌকা প্রতীক দেখলেই বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের গা জ্বলে বলে অভিযোগ করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ। আজ রোববার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ বলেন, ‘নৌকা প্রতীক দেখলেই গা জ্বলে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের। তিনি সব সময় নৌকার প্রার্থীর বিরুদ্ধে পাল্টা প্রার্থী দাঁড় করান। নৌকার বিরোধীতাই যেন তার কাজ।’ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। অভিযোগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বলেন, ‘নৌকার পক্ষের লোকজনরা এমপি পঙ্কজের ভয়ে মেহেন্দিগঞ্জ যাচ্ছে না। আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও এখন আমার সঙ্গে থাকছে না। নৌকার সমর্থন করলেও তারা মারধর ও হামলার ভয়ে মাঠে নামছে না। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী আমাকে মনোনয়ন প্রদান করলেও তাতে খুশি হতে পারেনি এমপি পঙ্কজ। এরই পরিপ্রেক্ষিতে তিনি মাহফুজুল আলম লিটন, মশিউর রহমান পলাশ ও কেএম রফিকুল ইসলামকে চেয়ারম্যান পদে দাঁড়াতে পরামর্শ দেন এবং এই তিনজনই মনোনয়ন পত্র দাখিল করেন।’ মুনসুর আহম্মেদ বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই এমপি পঙ্কজ আমার বিরোধীতা শুরু করেন। আমার এক সমর্থকের চায়ের দোকানে তালা মেরে দেওয়া হয়, আমি যে মোটরসাইকেলে উঠেছি সেই মোটরসাইকেলের ড্রাইভার এবং স্পিড বোটের ড্রাইভারদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমপি পঙ্কজের নির্দেশে সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীই নির্বাচনী প্রচারণায় নামে নাই। তিনি প্রকাশ্যে আমাকে সমর্থন করলেও গোপনে চরম বিরোধীতা করেন। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমপি পঙ্কজের নির্দেশে নির্বাচনী প্রচারণায় নেমে পড়ে মাহফুজুল আলম লিটনের ঘোড়া মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন। নির্বাচনে কেউ পোলিং এজেন্ট হওয়ার সাহস পাচ্ছে না।’ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, ‘এমপি পঙ্কজ দেবনাথ জেলা আওয়ামী লীগের কোনো নির্দেশনা মানেন না। তিনি আওয়ামী লীগের পদ পদবিতে না থাকার কারণে যা খুশি তাই করে থাকেন।’ তবে অভিযোগ অস্বীকার করে এমপি পঙ্কজ নাথ বলেন, ‘এই অভিযোগগুলো ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের একটি অংশ এটি। সকল নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করছে এবং নৌকার জয় হবে।’ আগামীকাল সোমবার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status