প্রথম পাতা

বুয়েটে ভর্তি পরীক্ষা আজ কাল থেকে ফের আন্দোলন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ৯:৪৮ পূর্বাহ্ন

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে   অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের অধিকাংশ দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক মেনে নেয়ায় ভর্তি পরীক্ষার জন্য দু’দিন আন্দোলন স্থগিত করে আবরার হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। গতকাল ও আজ আন্দোলন স্থগিত করে আগামীকাল থেকে ফের আন্দোলনে যাবে শিক্ষার্থীরা। আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচারের বাকী ২ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুয়েটে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে ৩ ঘণ্টার আর আর্কিটেকচার বিষয়ে পড়তে ৫ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। গতকাল ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ১২টি বিভাগের ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। গতকাল ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে তার বিশ্ববিদ্যালয়। এদিকে গতকাল ক্যাম্পাসে কোন ধরণের আন্দোলন হয়নি। ক্যাম্পাস ছিল শান্ত। আন্দোলনকারীরা জানিয়েছে তারা আগামীকাল থেকে ফের আন্দোলনে যাবে। গত ৬ই অক্টোবর গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। তার বিরুদ্ধে শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ছাত্রলীগ। এ ঘটনায় বুয়েটসহ সারাদেশের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে ওঠে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিসহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু করে বুয়েটের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিষিদ্ধ করা হয় বুয়েটে সব ধরণের রাজনৈতিক কার্যক্রম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status