দেশ বিদেশ

শ্রীমঙ্গল আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু, সম্পাদক ইকবাল

বিএনপির জন্য আরো কঠিন সময় অপেক্ষা করছে: হানিফ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ৯:১৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রীর এই কারাবরণেই শেষ হবে না। আপনাদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। যে পাপ করেছিলেন ২০০৪ সালের ২১শে আগস্ট যে নিষ্ঠুর হত্যাকাণ্ড করেছিলেন। যে পাপ করেছিলেন ২০১৪ সালে। নির্বাচনকে ভণ্ডুল করতে যে তাণ্ডব সারা দেশে চালিয়ে ছিলেন। পেট্রল বোমা দিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছিলেন এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই পাপের প্রায়শ্চিত্তের জন্য কারাগারে যেতে প্রস্তুত থাকুন। রোববার দুপুরে শহরের পুরানবাজারে অনুষ্ঠিত শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আছকির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি সম্মলেনের উদ্বোধন ঘোষণার পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান। সম্মেলনের দ্বিতীয় পর্বে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে অর্ধেন্দু কুমার দেব বেভুল ও সাধারণ সম্পাদক পদে সহিদ হোসেন ইকবালের নাম ঘোষণা করা হয়। কোন ভোটাভুটি ছাড়াই সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এছাড়া সহ সভাপতি হলেন- মো. ইউছুফ আলী, এম এ মান্নান, জিল্লুল আনাম চৌধুরী, ইমরান আহমেদ চৌধুরী, স্বপন রায়, ডা. হরিপদ রায়, শমশের খাঁন ও বিজয় বোনার্জি। যুগ্ম সম্পাদক পদে শুভ্র রায়, আকরাম খাঁন ও এনাম আহমদ চৌধুরী মামুন। সাংগঠনিক সম্পাদক পদে আবু কাওসার লাভলু, বেলায়েত হোসেন, ছালিক আহমদ, দপ্তর সম্পাদক তফাজ্জুল হোসেন ফয়েজ, ধর্ম সম্পাদক শেখ উপরু মিয়া। সম্মানিত সদস্য উপধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি, বীর মুক্তিযোদ্ধা মো.আছকির মিয়া, রনধীর কুমার দেব ও আবু শহীদ মো. আব্দুল্লাহ। সন্ধ্যায় কাউন্সিলরদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি প্রাথমিকভাবে ১৯ জনের নাম ঘোষণা করেন। পরবর্তীতে নতুন কমিটির সভাপতি-সম্পাদক পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status