এক্সক্লুসিভ

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সেরা শাজেদুর রহমান শাহেদ

স্টাফ রিপোর্টার

২০১৯-১০-১৩

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, তৃতীয় বর্ষের সেরা হয়েছে রাজশাহীর শাজেদুর রহমান শাহেদ। শীর্ষস্থান অধিকারী বাংলাবিদ হিসেবে সে পেয়েছে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় হয়েছে ময়মনসিংহের অন্তিকা জান্নাত এবং তৃতীয় স্থান অধিকার করেছে বরিশালের অয়ন চক্রবর্তী। পুরস্কার হিসেবে তারা পেয়েছে যথাক্রমে তিন লাখ টাকা ও দুই লাখ টাকার মেধাবৃত্তি। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১১ই অক্টোবর অনুষ্ঠিত মহোৎসব অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি, এম এম ইস্পাহানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি ও পরিচালক মির্জা আলী ইস্পাহানি, চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন অতিথি বিচারক অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, প্রতিযোগিতার প্রধান তিন বিচারক অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার এবং এম এম ইস্পাহানি লি. এর মহাপরিচালক ওমর হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদারসহ বিভিন্ন অঙ্গনের বিষ্টিজনেরা। মহোৎসবে প্রথম দশজন প্রতিযোগীকে দেয়া হয়েছে একটি করে ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম জনপ্রিয় টিভি রিয়েলিটি শো এটি। ইস্পাহানি মির্জাপুরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি নির্মাণ ও সম্প্রচার করেছে চ্যানেল আই।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status