বিশ্বজমিন

দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করবে রাশিয়া ও তুরস্ক

মানবজমিন ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, শনিবার, ৮:২৭ পূর্বাহ্ন

নিজেদের মধ্যে বাণিজ্যে আর ডলার ব্যবহার করবে না রাশিয়া ও তুরস্ক। এ নিয়ে তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক ও রুশ অর্থমন্ত্রী অ্যানটন সিলুয়ানভ একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী দুই দেশ এখন থেকে আন্তর্জাতিক বাণিজ্যে নিজ নিজ মুদ্রা ব্যবহার করবে। গত সপ্তাহে স্বাক্ষরিত চুক্তিটি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে রুশ অর্থমন্ত্রী।
এতে বলা হয়, এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে থাকা অর্থনৈতিক সম্পর্ক তাৎপর্যগতভাবে একধাপ এগিয়ে গেছে। এর আগেও অনেক দিন ধরেই রাশিয়া ও তুরস্কের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা লিরা ও রুবল ব্যবহারের বিষয়ে আলোচনা চলে আসছিল। প্রেসিডেন্ট পুতিন ও তার তুর্কি সমকক্ষ এরদোগান নিজেদের মধ্যে আলোচনায় বাণিজ্যে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রা চালু নিয়ে কথা বলেন। এই বছরের প্রথম ৮ মাসে দুই দেশের মধ্যে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সম্পাদিত হয়েছে। এরমধ্যে তুরস্ক রাশিয়ার কাছে যে পণ্য বিক্রি করেছে তার মূল্য ২.৩৮ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে রাশিয়া তুরস্কের কাছে বিক্রি করেছে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দুই দেশের লক্ষ্য হচ্ছে দ্রুত নিজেদের মধ্যে বাৎসরিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সম্পাদন করা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status