শেষের পাতা

দুই আইনজীবীকে বহিষ্কার করলো বিএনপি

স্টাফ রিপোর্টার

১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৯:২৫ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আশেক-এ-রসুলকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আশেক-এ-রসুলকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে এ্যাডভোকেট আশেক-এ-রসুল এর কোন সম্পর্ক থাকবে না।

বিএনপি সূত্র বলছে, আশেকে-এ-রসুল নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধুকে গণধর্ষণ মামলার প্রধান আসামী রুহুল আমিনের পক্ষে আইনজীবি হিসেবে কাজ করেন। মূলত এজন্যই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এর আগে মঙ্গলবার, বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এক আসামির পক্ষে আদালতে দাড়ানোর ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কার করেছে বিএনপি। ‘সংগঠনবিরোধী তৎপরতার’ দায়ে তাকে বহিষ্কারের কথা মঙ্গলবার রাত দেড়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেত্রী মোর্শেদা ওই আসামিদের পক্ষে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাড়ান বলে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। মোর্শেদা সাংবাদিকদের বলেন, তিনি আবরার হত্যা মামলার অন্যতম আসামি মোজাহিদের পক্ষে আদালতে দাঁড়িয়ে আদালতকে বলেছেন, এ ঘটনায় সে জড়িত না। ঘটনাচক্রে সিসিটিভির ফুটেজে তাকে দেখা গেছে।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীর কোনো সম্পর্ক থাকবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status