খেলা

নিজেদের ফেভারিট ভাবছে না কাতার

স্পোর্টস রিপোর্টার

১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৫ পূর্বাহ্ন

র‌্যাঙ্কিং, শক্তিমত্তা আর পরিসংখ্যান সবদিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে কাতার ফুটবল দল। র‌্যাঙ্কিংয়ে কাতার যেখানে ৬২ নম্বরে, বাংলাদেশ সেখানে ১৮৭ তে। এখন পর্যন্ত চারবারের মুখোমুখি লড়াইয়ে তিনবার জয়ী তারা, অন্যটি ড্র। আর তারা বাংলাদেশে এসেছে এশিয়ান চ্যাম্পিয়নের মুকুট পরে। এরপরেও কাতারের স্প্যানিয়ার্ড কোচ ফেলিক্স সানচেস নিজেদের ‘ফেভারিট’ বলতে নারাজ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-কাতার। বাছাই পর্বে বাংলাদেশের শুরুটা হয়েছে আফগানিস্তানের কাছে ১-০ গোলের হার দিয়ে। আর সেই আফগানদেরই ৬-০ গোলে বিধ্বস্ত করে কাতার। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে ২০২২ বিশ্বকাপের আয়োজকরা। এ কারণেই সানচেজ বলেন, ‘কোনো ফেভারিট নেই। যদি আপনি ফেভারিট হতে চান, তাহলে সেটা আপনাকে মাঠে দেখাতে হবে। আমরা আমাদের খেলার মান ও পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করবো। নিজেদের শক্তি অনুযায়ী নিজেদের খেলাটা খেলার এবং ভালো ফল পাওয়ার চেষ্টা করবো।’
র‌্যাঙ্কিংয়ে ১২৫ ধাপ ব্যবধানকে আমলেই নিচ্ছেন না কাতার কোচ। সানচেজ বলেন, ‘ আমরা জানি বাংলাদেশের অবস্থান এবং আরো অনেক কারণে এটা আমাদের জন্য কঠিন ম্যাচ হবে। ফিফার র‌্যাঙ্কিং কাগুজে ব্যাপার। স্রেফ একটা সংখ্যা বা নাম। আমাদের মাঠে খেলতে হবে। আমরা যদি র‌্যাঙ্কিং অনুসরণ করি, তাহলে স্বাভাবিকভাবে এক বা দুইয়ে আছি কিন্তু এতে করে কিছু বদলাবে না।’ বাংলদেশ দল নিয়ে কিছুটা হোমওয়ার্ক করেই মাঠে নামছে কাতার। সানচেজ বলেন, ‘অবশ্যই প্রত্যেকে প্রতিপক্ষ নিয়ে ভাবে। আমরা বাংলাদেশের শেষ ম্যাচ দেখেছি এবং জানি তাদের শক্তির জায়গাটা। সেট-পিস, লম্বা থ্রো-এগুলো তাদের সুযোগ তৈরি করে দিতে পারে। আমি বাংলাদেশকে খুব বেশি বিশ্লেষণ করিনি, তাদের দলে নিয়মিত খেলোয়াড় আছে কি না বা নতুন কেউ খেলছে কিনা জানি না। তবে (ফুটবলে) ছোটখাট বিষয়ও পার্থক্য গড়ে দিতে পারে। আমরা নিজেদের নিয়ে ভাবছি। নিজেদের খেলা নিয়ে প্রস্তুত হওয়ার বিষয়গুলো ভাবছি।’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status