খেলা

বিরাট বহর নিয়ে ঢাকায় কাতার ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:৩০ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ৫৭ জনের বহর নিয়ে গতকাল রাতে ঢাকা পা রাখে কাতার জাতীয় ফুটবল দল। সাধারণত ফিফা-এএফসির নিয়মে ম্যাচের তিন দিন আগে সফরকারী দলগুলোর আসার কথা থাকলেও কাতার এসেছে মাত্র একদিন আগে। আজ ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। এর আগে দুপুরে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হবে দু’দল।
২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার। সর্বশেষ এএফসি এশিয়া কাপের চ্যাম্পিয়নও তারা। বিশ্বকাপ বাছাইয়ের সঙ্গে এশিয়া কাপ বাছাই হওয়ায় কাতারকে এখন বাছাই পর্বের দ্বিতীয় ধাপ খেলতে হচ্ছে। বাছাই পর্বে এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়া দেশটি। আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয়ার পর তারা দ্বিতীয় ম্যাচে হোঁচট খায়। নিজ মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ভারতের সঙ্গে গোল শূণ্য ড্র করে। বাংলাদেশ বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় আফগানিস্তানের কাছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা কোনো ফুটবল দলের বহর এত বড় ছিল না। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া দল বাংলাদেশে নিরাপত্তা জুজুতে প্রথমে আসতে চায়নি। এরপর ফিফার চাপে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে বাধ্য হয়। সকারুজরাও এত বড় বহর নিয়ে আসেনি। অস্ট্রেলিয়া দল ম্যাচের আগের দিন রাতে এসে পরদিন খেলে চলে গিয়েছিল। জানা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবে কাতার দল। সেখানেই দলটির জন্য বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এ বিষয়ে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে কাতারের বাড়তি কোনো চাওয়া নেই। তারপরেও আমরা নিজ উদ্যোগে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। অন্য সব দলের চেয়ে কাতারের নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবো আমরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status