বাংলারজমিন

আড়াইহাজারে পুলিশ পরিচয়ে গণডাকাতি ৫৫ লাখ টাকার মালামাল লুট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:১৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুস্কৃতকারীরা প্রায় ৫৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে গতকাল সকালে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সার্কেল ‘গ’ অঞ্চল আনিস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। ব্যবসায়িক এ ভবনটি স্থানীয় কালাপাহাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাত্র ২০ থেকে ২৫ গজের দূরত্বের মধ্যে। সংঘবদ্ধ এ চক্রটি উজ্জ্বল শিল্পালয় স্থাপনকৃত (সিসি টিভি) ক্যামেরা খুলে নিয়ে গেছে। গত সোমবার রাত ২ থেকে ৩টার পর্যন্ত কালাপাহাড়িয়া ইউপির রাধানগর বাজারের আলম মার্কেটের ওয়াজউদ্দিন প্লাজার নিচতলাসহ পাশের একটি মার্কেটে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি এটি একটি চুরির ঘটনা। এ সময় একই ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বসবাসকারী দুই ভাড়াটিয়া মোহর আকন্দ ও কবির হোসেন নামে দুই ইটভাঙ্গা শ্রমিককে দুস্কৃতকারীরা পুলিশ পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্রের মুখে মারধর করে। এদিকে ঘটনার পর থেকে পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত উজ্জ্বল শিল্পালয়ের মালিক উজ্জ্বল জানান, আমল মার্কেটের (তৃতীয় তলা) বিল্ডিংয়ের নিচ তলায় উজ্জ্বল স্বর্ণালয়। দুস্কৃতকারীরা ১৪টি তালা কেটে ভেতরে ঢুকে। দুইটি সিন্দুকের তালা কেটে ৭৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৩৫ কেজি রৌপ্য ও নগদ ৭ লাখ টাকা লুটে নিয়েছে। তিনি আরো বলেন, আমার ধারণা রাত ২ থেকে ৩টা পর্যন্ত দুস্কৃতকারীরা দোকানের ভেতরে তাণ্ডব চালিয়েছে। মা জুয়েলার্সের মালিক মোস্তফা জানান, তার দোকান থেকে দুস্কৃতকারীরা ১৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৭ কেজি রৌপ্য ও নগদ ৭৫ হাজার টাকা লুটে নিয়েছে। ইটভাঙ্গা শ্রমিক কবির হোসেন বলেন, প্রথমে আমাদের থাকার কক্ষের দরজা লাথি মেরে ভেঙে ফেলা হয়। পরে দৃস্কৃতকারীরা আমাকে পুলিশ পরিচয় দিয়ে শর্টগান ও পিস্তল ঠেকিয়ে মারধর করে। বাজারের পাহারাদার বৃদ্ধা আব্দুল আলী বলেন, পুলিশের পোশাকধারী তিন ব্যক্তি আমাকে প্রথমে জাপটে ধরে। পরে আমি টানাহেঁচড়া করলে আমাকে আঘাত করে। এদিকে কামাল হোসেন নামে স্থানীয় এক যুবক জানান, ‘বাজারে টিটুর চায়ের দোকানটি খোলা ছিল। এ সময় তার দোকানের পাশে দাঁড়িয়ে পাঁচজন দুস্কৃতকারী পুলিশের তদন্তকেন্দ্রে যাতে কেউ ঢুকতে না পারেন এজন্য পাহারা দিয়েছে।’ আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি চুরির ঘটনা। পাঁচজনের অধিক ব্যক্তির ওপর হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনা ঘটলে সেটি ডাকাতির ঘটনার মধ্যে পড়ে। তবে রাতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ভেতরে কেউ ছিল না। যারা হামলার শিকার হয়েছেন, তারা ঘটনাস্থলের বাইরের লোক ছিলেন।’ ওসি আরো বলেন, মালামাল উদ্ধার করাসহ দুস্কৃতকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status