খেলা

সাকিব-লিটনের ভারত সফরের প্রস্তুতি ‘সিপিএল’-এ

স্পোর্টস রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলতে দেশ ছেড়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন তিনি। তাই বলার অপেক্ষা রাখে না আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজের আগে তিনি দলের সঙ্গে পূর্ণ প্রস্তুতি নিতে পারছেন না। তবে ভারতে সিরিজ শুরু হবে তিন ম্যাচের টি- টোয়েন্টি দিয়ে। তাই সিপিএলে খেলে তার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন বলে মনে করেন সাকিব নিজেই। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দিন পুরস্কার মঞ্চে তিনি এমনটিই জানিয়েছেন। সাকিব বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজের আগে সিপিএলে গিয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলে আসতে পারবো। আমার মনে হয় এটা আমার জন্য বেশ ভালো একটা অভিজ্ঞতা হবে। আমরা জানি, ভারত সিরিজটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ।’ গতকাল সাকিবের সঙ্গে সিপিএল খেলতে একই ফ্লাইটে দেশ ছাড়েন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসও। তিনি খেলবেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে। দু’জনই আসন্ন ভারত সিরিজের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই এবার তাদের সেই সফরের প্রস্তুতিটা সিপিএলে টি-টোয়েন্টি খেলেই সেরে নিতে হচ্ছে।
অন্যদিকে সিপিএলে সাকিবের বেশ কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা থাকলেও লিটন কয়টি খেলার সুযোগ পাবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। যে কারণে গুরুত্বপূর্র্ণ ভারত সফরের আগে তার কতটা প্রস্ততি নেয়া সম্ভব হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে! তবে তাদের দুজনের প্রস্তুতির কোন ঘাটতি হবে না বলেই মনে করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘না, ভারত সফরের জন্য ওদের প্রস্তুতিতে কোন ঘাটতি হবে না। এখন কিছু দিন ওরা ছুটিতে আছে। তাই সেই সুযোগটাতে খেলে আসুক। আমি মনে করি লিটন দাস যদি বেশি ম্যাচ খেলতে নাও পারে অন্তত অভিজ্ঞতা হবে তার। আর জাতীয় দলের ক্যাম্প শুরু হলে ও দ্রুতই চলে আসবে। তবে সাকিব হয়তো শেষ করেই আসবে। এসে এক দুই দিন ছুটি কাটিয়ে অনুশীলন শুরু করবে।’ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ শেষ হবে ১২ই অক্টোবর। সেই হিসেবে যদি সাকিব ও লিটনের দল ফাইনাল খেলে তাহলে তারা এরপরই দেশে ফিরবেন। আর তা না হলে হয়তো আগেই ফিরবেন। কবে নাগাদ শুরু হবে জাতীয় দলের ক্যাম্প? আকরাম খান বলেন, ‘আমাদের কোচ রাসেল ডমিঙ্গো এখন শ্রীলঙ্কাতে ‘এ’ দলের সঙ্গেই আছে। তিনি ফিরে এলেই আমরা ক্যাম্পের দিনক্ষণ ঘোষণা করবো। আশা করি ততদিনে সাকিব-লিটন দু’জনই দেশে ফিরে আসবে।’
ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে সেই সাকিবকে খুঁজে পাওয়া যায়নি। ব্যাট-বল হাতে টেস্টে একেবারেই ব্যর্থ। দলকে হারের লজ্জা পেতে হয়েছে মাত্র ২ টেস্ট খেলা আফগানদের কাছে। ভারত সফর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হলেও তারপরই রয়েছে ২ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। এ সিরিজ দিয়েই শুরু হবে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়ানশিপের আসল চ্যালেঞ্জ। তাই সাকিবের দলের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। দলের প্রতিভাবান ক্রিকেটার লিটন দাস নিজেও নেই ফর্মে। টেস্ট ও টি-টোয়েন্টি কোনো ফরমেটেই নিজেকে প্রমাণ করতে পারছেন না তিনি। ভারতের বিপক্ষে সিপিএল খেলে এসে কতটা প্রস্তুত হবেন তাও চিন্তার কারণ। যদিও দেশে ফিরে জাতীয় লীগে তার একটি বা দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। সেখানে চার দিনের ম্যাচ খেলেই হয়তো টেস্টের জন্য ঝালিয়ে নেয়ার সুযোগ হবে তার।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status