অনলাইন
মাকে বাঁচাতে সন্তানের আকুতি
অনলাইন ডেস্ক
২০১৯-০৯-২২
মাকে বাঁচাতে আর্থিক সহযোগিতা চেয়েছেন সন্তান। দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর ষঙ্গে লড়ছেন বিধবা নারী জরিনা বেগম। তিনি রাজধানীর রামপুরার বাগিচারটেকের মৃত ফজলের স্ত্রী।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে প্রায় নিঃস্ব তার মেয়ে মোসা. সবুজা। ব্যয় বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা চেয়েছেন জরিনা বেগমের মেয়ে সবুজা। জরিনা বেগম বর্তমানে মহাখালী হাসপাতালে চিকিৎসাধীন। সবুজা বলেন, আমরা প্রায় নিঃস্ব। সমাজের বিত্তশালীরা এগিয়ে না এলে আমার মাকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। কিন্তু আমি আমার মাকে বাঁচাতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দয়া করে আপনারা আমার মায়ের পাশে দাঁড়ান।
এ বিষয়ে যোগাযোগের জন্য : ০১৩০২২৫০৯৬২, সহযোগিতার জন্য : ফরিদা বেগম, রুপালি ব্যাংক, রাপুরা শাখা, হিসাব নম্বর, ০৫২১০১০০১০৫৬৬
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে প্রায় নিঃস্ব তার মেয়ে মোসা. সবুজা। ব্যয় বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা চেয়েছেন জরিনা বেগমের মেয়ে সবুজা। জরিনা বেগম বর্তমানে মহাখালী হাসপাতালে চিকিৎসাধীন। সবুজা বলেন, আমরা প্রায় নিঃস্ব। সমাজের বিত্তশালীরা এগিয়ে না এলে আমার মাকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। কিন্তু আমি আমার মাকে বাঁচাতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দয়া করে আপনারা আমার মায়ের পাশে দাঁড়ান।
এ বিষয়ে যোগাযোগের জন্য : ০১৩০২২৫০৯৬২, সহযোগিতার জন্য : ফরিদা বেগম, রুপালি ব্যাংক, রাপুরা শাখা, হিসাব নম্বর, ০৫২১০১০০১০৫৬৬