বাংলারজমিন

মান্দায় পুলিশকে মারপিট করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪

নওগাঁ প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৯ পূর্বাহ্ন

নওগাঁর মান্দায় পুলিশকে মারপিট করে হত্যাচেষ্টা মামলার আসামি আসিফ হোসেন সজলকে (৩০) ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পীরপালি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের কোঁচড়া গ্রামের আক্কাস আলীর ছেলে ইমদাদুল হক (২৮), মানিকের ছেলে বাচ্চু হোসেন (৩০) ও আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেন (২০) এবং নলঘৈর গ্রামের মিঠানু প্রামানিকের ছেলে মোস্তফা প্রামানিক (৪০)।
পুলিশ জানিয়েছে, পলাতক সজল নওগাঁ সদর থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। গ্রেপ্তার এড়াতে বেশ কিছুদিন ধরে সে মান্দা সদর ইউনিয়নের কোঁচড়া গ্রামে আত্মগোপনে ছিল। তার বাবা মোজাম্মেল হক নওগাঁ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। নওগাঁ সদর থানার চকমুক্তার মহল্লায় তারা সপরিবারে বসবাস করেন। একই মহল্লার মোনায়েম হোসেন খান নামে একব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে গত ৩০শে জুলাই নওগাঁ সদর মডেল থানায় সজলের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।
স্থানীয়রা জানায়, মান্দা থানার উপপরিদর্শক নাজমুল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় পীরপালি বাজারের লেবু নামে একব্যক্তির চায়ের দোকান থেকে সজলকে (৩০) গ্রেপ্তার করে হাতকড়া লাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সজলের সহযোগীরা উপপরিদর্শক নাজমুল হোসেনের পথরোধ করে তাকে লাঞ্ছিতসহ সজলকে ছিনিয়ে নিয়ে যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নওগাঁ সদর থানার প্রেরিত বার্তায় সজলকে গ্রেপ্তারের জন্য মান্দা থানার উপপরিদর্শক নাজমুল হোসেনকে দায়িত্ব দেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে সজলকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার সন্ধ্যায় পীরপালি বাজারে অভিযান চালান নাজমুল হোসেন। সেখানে সজলকে গ্রেপ্তার করে হাতকড়া লাগিয়ে নিয়ে আসার সময় পুলিশকে লাঞ্ছিত করে সজলকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা।
ওসি মোজাফফর হোসেন আরো জানান, সরকারি কাজে বাধাদান, পুলিশকে লাঞ্ছিত ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় এসআই নাজমুল হক বাদী হয়ে সজলসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৯-১০ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি মোজাফফর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status