বিশ্বজমিন

চন্দ্রবাবু নাইডু, ছেলে, নেতাকর্মী গৃহবন্দি

মানবজমিন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ১:৪২ পূর্বাহ্ন

ভারতের অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু, তার ছেলে নারা লোকেশ ও দলের বেশকিছু নেতাকর্মীকে গৃহবন্দি করেছে পুলিশ। বুধবার দলের ‘চলো আত্মাকুর’ র‌্যালির আহ্বান জানায় এই দলটি। এদিন সকালেই তাদেরকে গৃহবন্দি করে রাখা হয়। বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে। এতে বলা হয়, রাজ্যের নতুন রাজধানী বিজয়ওয়াদার কাছে উন্দাভাল্লিতে নিজের বাড়িতে চন্দ্রবাবুকে আটক করেছে পুলিশÑ  এমন অভিযোগ করেন তিনি। এরপরই অন্ধ্রপ্রদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গৃহবন্দি করার প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১২ ঘন্টা অনশন করছেন চন্দ্রবাবু নাইডু। আটকের প্রতিবাদে টিডিপি দলের বেশ কিছু সদস্য তার বাড়ির সামনে সমবেত হন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ রাজ্যজুড়ে নিষেধাজ্ঞামুলক নির্দেশ জারি করেছে।
 
রাজ্যে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস সরকারের নৃশংসতার প্রতিবাদে ‘চলো আত্মাকুর’ কর্মসুচি আয়োজন করে টিডিপি। তারা অভিযোগ করে, ওয়াইএসআর কংগ্রেস পার্টির ক্যাডাররা টিপিপি দলের আটজন নেতাকর্মীকে হত্যা করেছে। আরো বলা হয়, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পালনাডু অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। টিডিপি র‌্যালি আহ্বান করলেও এর পাল্টা কর্মসূচি পরিকল্পনা করে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। গান্টার জেলার গ্রান্থাসিরি গ্রামে মঙ্গলবার সকাল থেকেই এক পক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালাচ্ছিল। এতে উভয় পক্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে সত্যেনাপাল্লি সরকারি হাসপাতালে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status