অনলাইন

ভয়েস কন্ট্রোল টিভি আনলো ভিশন

অর্থনৈতিক রিপোর্টার

২৫ আগস্ট ২০১৯, রবিবার, ৭:৩৯ পূর্বাহ্ন

উন্নত প্রযুক্তি সংবলিত ‘অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি’ বাজারে এনেছে দেশের খ্যাতনামা ইলেকট্রনিকস ব্র্যান্ড ভিশন। এই টিভির রিমোট কন্ট্রোলে বাটন না চেপে ভয়েসের মাধ্যমে করা যাবে বিভিন্ন চ্যানেলের বদল, টাইপ না করে যাওয়া যাবে গুগলের মাধ্যমে বিভিন্ন সাইটে।

গতকাল রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে ভিশন অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় ভিশন ইলেকট্রনিকসের হেড অব অপারেশন মাহাবুবুর রহমান, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ উপস্থিত ছিলেন।

ভিশনের ভয়েস কন্ট্রোল টিভিতে রয়েছে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চালিত টিভি প্রযুক্তি। ফলে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এতে ইউটিউব ও আইফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলোয় সরাসরি ভিডিও দেখার সুযোগ রয়েছে। এতে ফোরকে ডিসপ্লে থাকায় ভিডিও দেখা যাবে এইচডির চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও নিখুঁত। ভিশনের ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চির এসব টিভিতে রয়েছে ২.৫ গিগাবাইট র‌্যাম ও ১৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ। ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমের এ টিভির দাম পড়বে যথাক্রমে ৯৭ হাজার, ১ লাখ ৬৮ হাজার ও ৩ লাখ ২৫ টাকা।

আরএন পাল বলেন, পণ্যের গুণগত মানের কারণে আমাদের দেশীয় ব্র্যান্ড ভিশন ক্রেতাদের কাছে ভালো সাড়া পেয়েছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে আমরা মানসম্মত ইলেকট্রনিকস পণ্য আনার চেষ্টা করছি। সর্বাধুনিক প্রযুক্তির ভিশন ভয়েস কন্ট্রোল টিভি ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। তিনি বলেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় সব কিছু আমরা তৈরি করছি। আমরা চেষ্টা করছি যা তৈরি করি তা যেন বিশ্বমানের হয়। আমাদের এই টিভি বাংলাদেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশের বাজারেও পাঠাতে চাই। ‘ফাস্টেট স্মার্ট টিভি’ ট্যাগ লাইন নিয়ে বাংলাদেশে প্রথম গুগল সার্টিফাইট এই টিভি।

এক প্রশ্নের জবাবে মাহাবুবুর রহমান বলেন, এই টিভিটি গুগল অ্যান্ড্রয়েড সিস্টেমের মতোই ব্যবহার করা যাবে। এই টিভির সঙ্গে একটি অতিরিক্ত ডিভাইস ফ্রি দিচ্ছি। যার মাধ্যমে আপনি আপনার ঘরের ফ্যান, লাইট, ফ্রিজ ও এসির মতো অন্যান্য ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা মূলত ব্যবহারকারীদের সুবিধা ও উন্নত প্রযুক্তির জন্যই এ ধরনের একটি টিভি বাজারে নিয়ে এসেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status