অনলাইন

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

২০১৯-০৮-২৫

বঙ্গবন্ধুর দর্শন,মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং রেড ক্রিসেন্টের দর্শনের মাঝে এক অসাধারণ মিল পাওয়া যায়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে। আপনাদের মধ্যে একটি বিশেষ চেতনা রয়েছে। সেটি হচ্ছে মানবতাবাদী চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর দর্শনও তাই ছিল। আজ সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আখতারুজ্জামান এসব কথা বলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান,সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, রবীন্দ্র মোহন সাহা ও শেখ রইসুল আলম ময়না। স্বাগত বক্তব্যে রাখেন সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন। অনুষ্ঠানে সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিচালক (অপারেশন) দুর্যোগ প্রস্তুতি কর্মসুচি (সিপিপি) মো: নুর ইসলাম খান । আলোচনা সভা শেষে বাদ জোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন, “বঙ্গবন্ধু আমদের মাঝে বেঁচে আছেন এবং থাকবেন, তিনি শুধু বঙ্গবন্ধু নন তিনি বিশ্ববন্ধুও। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে একটি জাতীয় প্রতিষ্ঠানে রুপান্তর করে জনগন এবং মানবতাবাদের মধ্যে সংযোগ স্থাপন করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, বঙ্গবন্ধু চলে গেছেন কিন্তু রেখে গেছেন আদর্শকে। যার ওপর ভর করে আমরা পথ চলছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন বলেন, আমরা গর্বিত যে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বঙ্গবন্ধুর হাতে গড়া একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে কার্যালয় তৈরীতে স্থায়ীভাবে জমিও বরাদ্দ দিয়েছিলেন। আমরা যত বেশি মানুষকে মানবিক সহায়তা দিতে পারব বঙ্গবন্ধুর আত্মা তত বেশি শান্তি পাবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status