বাংলারজমিন

লামায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাবার বাগানে ভাঙচুর

লামা (বান্দরবান) প্রতিনিধি

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৮:২৭ পূর্বাহ্ন

বান্দরবানের লামায় আজিম এগ্রো লিমিটেড নামে একটি রাবার বাগান দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজিম এগ্রো লিমিটেডের ম্যানাজার মি. স্বপন জানিয়েছেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বহিষ্কৃত সদস্য কুতুব উদ্দিনের সন্ত্রাসী আগ্রাসনে বনায়ন, মৎস্য চাষ ও ফলদ বাগান সৃজন করা অসম্ভব হয়ে পড়েছে। সে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ৩৩ বছরের সৃজিত বাগান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এলাকায় বাগান মালিক ও স্থানীয় লোকজনের কাছে আতঙ্কের অপর নাম কুতুব বাহিনী।
ফাঁসিয়াখালী ইউনিয়নের কুরুপপাতা ঝিরি এলাকায় আজিম এগ্রো লিমিটেডের কেয়ারটেকার নজির আহমদ (৫৫) বলেন, ২০১৬ সালে আজিম এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুর আজিম জনৈক সিরাজুল ইসলাম ও ফয়জুন নেছা সিরাজসহ আরো দুইজনের কাছ থেকে উক্ত বাগান ক্রয় সূত্রে মালিক হন। রাবার প্লট হোল্ডিং নং-৬৫ এর আন্দর ২৫ একর, হোল্ডিং নং-৬৭ এর আন্দর ২৫ একর, হোল্ডিং ২৫৯ এর আন্দর ১২ একর ৮০ শতক ও আর হোল্ডিং মূলে ৩ একর সর্বমোট ৬৫ একর ৮০ শতক জায়গা ক্রয় করে রাবার, আম, মালটাসহ বিভিন্ন ফলদ বাগান ও মাছের প্রজেক্ট সৃজন করেন। পূর্বের বাগান মালিক সিরাজুল ইসলাম ৩০ বছর ধরে তিলে তিলে বাগানটি সৃজন করেছিল। মোট ৩৩ বছর যাবৎ গড়া বাগান হঠাৎ করে কুতুব উদ্দিন গায়ের জোরে দখলের চেষ্টা করছে। বাগানে ১২ হাজার ৫শ’ রাবার গাছ, ২ হাজার আম, ২৫০টি মালটা, ১৫০টি গাব গাছ ও ৬টি মাছের প্রজেক্টসহ নানা প্রজাতির গাছ রয়েছে।
আজিম এগ্রো লিমিটেডের নাইট গার্ড মোজাম্মেল হক বলেন, গত ১৫ই আগস্ট দিবাগত রাত ৩টায় কুতুব উদ্দিন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে বাগানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তার সঙ্গে তার বোন জামাই আমির হোসেন ও পার্শ্ববর্তী রেজাউল করিমসহ আরো পাঁচজন সন্ত্রাসী ছিল। তারা বাগানে বিনা অনুমতিতে প্রবেশ করে লাথি দিয়ে অফিস ঘরের দরজা ভেঙে বাগান দখলের চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখে। রাত ৩টা থেকে পরেরদিন শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা বাগানে অবস্থান করে। সকালে বাগানের অন্য কর্মচারীরা আসলে তারা পালিয়ে যায়। এ ছাড়া গত ১৭ই আগস্ট গভীর রাতে তিনজন ও ২০শে আগস্ট রাতে ১ জন বাগানের অফিসে এসে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে কুতুব উদ্দিন বলেন, আজিম এগ্রো লিমিটেডের বাগান ও প্রজেক্টের জায়গা আমার। আমি আমার বাগানে সবসময় আসব-যাব। কে আমাকে বাধা দেবে? স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, অস্ত্র ও ডাকাতির মামলায় সাজা হওয়ায় কুতুব উদ্দিনকে সদস্য থেকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ ছাড়া তার নামে অসংখ্য মামলা রয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সন্ত্রাসী কার্যক্রমের খবর আসলে থানা পুলিশ অবশ্যই শক্ত হাতে প্রতিহত করবে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status