বিনোদন

নিষিদ্ধের হুমকি সালমান খানকে

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৫:৩৬ পূর্বাহ্ন

সালমানকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের হিউস্টনে সালমান খানকে নিয়ে এক কনসার্ট আয়োজন করেছে তার ভাই সোহেল খানের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। কনসার্টের অন্যতম আকর্ষণ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং। তিনি গান গাইবেন এই অনুষ্ঠানে। এদিকে মিডডে থেকে জানা গেছে, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ যৌথভাবে ঘোষণা দিয়েছে, সালমান খানের এই কনসার্টে যদি মিকা সিং গান করেন, তাহলে সালমান খানকে নিষিদ্ধ করা হবে। আরও জানানো হয়েছে, কোনো ভারতীয় শিল্পী বা আয়োজক যাতে মিকা সিংয়ের সঙ্গে কাজ না করে, সেদিকে নজর রাখা হচ্ছে। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ৮ আগস্ট করাচিতে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফের ঘনিষ্ঠ এক ধনী ব্যবসায়ীর মেয়ের বিয়েতে গান গাওয়ার কারণে মিকা সিংকে নিষিদ্ধ করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এরপর থেকে ভারতের ফিল্ম প্রোডাকশন হাউস, মিউজিক কোম্পানি ও অনলাইন মিউজিক কনটেন্ট প্রোভাইডাররা মিকা সিংকে বয়কট করছে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আগেই জানিয়েছে, মিকা সিংকে নিয়ে কেউ কাজ করলে তাকে নিষিদ্ধ করা হবে। কিংবা বলিউডে যদি কেউ মিকা সিংয়ের সঙ্গে কাজ করেন, তাকেও নিষিদ্ধ করা হবে। হিউস্টনের এই কনসার্টের ব্যাপারে আয়োজকদের সঙ্গে অনেক আগেই চুক্তি করেছেন এবং অগ্রিম পারিশ্রমিক নিয়েছেন সালমান খান, মিকা সিংসহ আরও অনেক তারকা। এখন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের যৌথ ঘোষণার ফলে কনসার্টে মিকা সিংয়ের গান গাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আর সালমান খান নিজেও এখনো কোনো মন্তব্য করেননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status