দেশ বিদেশ

আটোয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৯:৪৯ পূর্বাহ্ন

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণকেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দ্বিতল ভবনের জানালার গ্রিল কেটে আইসিটি ক্লাস রুমের টেবিলে সাজিয়ে রাখা ২১টি ল্যাপটপ, ১টি মনিটর ও ২০টি চার্জার চুরি হয়েছে। সহকারী প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম জানান, আমাদের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস বিশেষ কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ১৫ই আগস্ট দিবাগত রাতে আইসিটি কক্ষ থেকে ল্যাপটপ, মনিটর ও চার্জারগুলো চুরি হয়েছে। পরদিন ১৬ই আগস্ট সন্ধ্যায় নৈশপ্রহরী আমাকে জানায়। আমি বিদ্যালয়ে এসে চুরির ঘটনা নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। চুরির ঘটনার কথা শুনে সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রাজ্জাক দুইজন এসআই সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার সহকারী প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম বাদী হয়ে আটোয়ারী থানায় একটি এজাহার করেন। ওইদিন বিকালে এডিশনাল এসপি সুদর্শন রায় বিদ্যালয়ের চুরির ঘটনা পরিদর্শন করেছেন। এ সময় আটোয়ারী থানার ওসি মো. আবদুর রাজ্জাক, এসআই শাহীনুর রহমান সিদ্দিকীসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আটোয়ারী থানার ওসি আবদুর রাজ্জাক আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ল্যাপটপ, মনিটর ও চার্জার চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং ০৯। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে পুলিশ তৎপর রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status