দেশ বিদেশ

চট্টগ্রামে ব্যুরো অফিস খুলছে আইএসপিআর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশ করার আগে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নিবেন। বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না। কারণ আইএসপিআর সাংবাদিকদের অথেনটিক তথ্য দিয়ে থাকে। অথেনটিক সংবাদ পেতে চট্টগ্রামে ব্যুরো অফিস খুলছে আইএসপিআর।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইএসপিআর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এসব কথা বলেন।
তিনি বলেন, আইএসপিআর এই প্রথম চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হলো। চট্টগ্রামকে বলা হয় দেশের দ্বিতীয় রাজধানী। আমরা এখন থেকে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কারণ সাংবাদিকদের উপর মানুষের আস্থা আছে।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকরা যেভাবে সংবাদ প্রচার করবে মানুষ সেভাবে পড়বে। এজন্য তাদেরও যত্নসহকারে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। এ জন্য আমরাও চেষ্টা করবো যত দ্রুত সম্ভব সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করতে।
আইএসপিআরের এই পরিচালক বলেন, আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য কাজ করি। যোগাযোগের জন্য আমাদের সবকিছু আছে। আমাদের মেইল, ফেসবুক, পরামর্শ বক্সে যে কেউ চাইলে লিখতে পারেন। আমরা সব আমলে নিয়ে দ্রুত তথ্য দিয়ে থাকি।
তিনি বলেন, আইএসপিআর দেশের জন্য কাজ করছে। সাংবাদিকরাও দেশের কল্যাণে কাজ করছেন। জরুরি মুহূর্তে সাংবাদিকরা যাতে আইএসপিআরের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ সহজতর করলে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। মূলধারার গণমাধ্যম সঠিক সময়ে সঠিক সংবাদ দিলে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য বা গুজব ছড়ানো বন্ধ হবে।
তিনি বলেন, আমার ওপর বড় দায়িত্ব দেয়া হয়েছে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমি দায়ী। তিনি বলেন, আইএসপিআরের সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। চট্টগ্রামসহ কয়েকটি বিভাগীয় শহরে একাধিক ব্যুরো অফিস খোলা হচ্ছে। এ প্রক্রিয়া অনেকটা এগিয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ড ও চলমান প্রকল্প নিয়ে আইএসপিআর পরিচালক কর্নেল আবদল্লাহ ইবনে জায়েদ বলেন, আমাদের কাজ টেকসই। অনেক সাশ্রয়ী। প্রয়োজন হলে আপনাদের সঙ্গে নিয়ে যাব। দুর্নীতি নিয়ে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নে ইবনে জায়েদ বলেন, যদি কোনো দুর্নীতির আভাস পান তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এজন্য প্রয়োজনীয় নাম্বার দেয়া আছে। সেনাবাহিনী শুধু দেশের জন্য, প্রতিটি মানুষের জন্য।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিকের জিটুআই মেজর আবু সাঈদ গোলাম মওলা, আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম, তাপসী রাবেয়া লোপা প্রমুখ। মতবিনিময় সভায় চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার রিপোর্টাররা বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status