দেশ বিদেশ

ছাত্রদলের কাউন্সিল দুই পদে মনোনয়ন কিনলেন ১০৮ জন

স্টাফ রিপোর্টার

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন

ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শেষ হয়েছে। ফরম বিক্রির নির্ধারিত সময়সীমার দুই দিনে ১০৮ জন ফরম কিনেছেন। এর মধ্যে ৪২ জন সভাপতি এবং ৬৬ জন সাধারণ সম্পাদক হতে চাইছেন। গতকাল দ্বিতীয় দিনেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা ভিড় জমান। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরম বিতরণ করার কথা থাকলেও বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রির সময় নির্ধারণ করেন নির্বাচন পরিচালনা কমিটি। সভাপতি পদে কোন নারী প্রার্থী মনোনয়ন ফরম নেননি। সাধারণ সম্পাদক হতে তিন নারী মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন- বদরুন্নেসা কলেজের নাদিয়া পাঠান পাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনসুরা আলম এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডালিয়া রহমান।
সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাবেক বৃত্তি ও ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, মামুন খান, আসাদুল আলম টিটু, আরাফাত বিল্লাহ, হাফিজুর রহমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ফকির আশরাফুল আলম লিঙ্কন, আজিমউদ্দিন মেরাজ, মশিউর রহমান রনি, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, শাহনেওয়াজ, ইকবাল হোসেন শ্যামল, কারিমুল হক নাঈম, সাইফ মাহমুদ জুয়েল, রিজভী আহমেদ, মো. সাহিদুর রহমান সোহেল, ডাকসুর ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, ইকবাল হোসাইন, রিয়াদ মাহমুদ, আব্দুল মুমিন মিয়া, ওমর ফারুক শাকিল, নাজমুল হক হাবীব, ডালিয়া রহমান, নাদিয়া পাঠান পাপন, মিজানুর রহমান সজিব প্রমুখ।
আগামী ১৪ই সেপ্টেম্বর বিএনপির ছাত্র সংগঠনটির শীর্ষ দুই নেতা নির্বাচনে ভোট গ্রহণ হবে, যাতে সারাদেশে ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর ভোট দেবেন।
পুনঃতফসিল অনুযায়ী, ১৯ ও ২০ই আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৩১শে আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২রা সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status