দেশ বিদেশ

শিগগিরই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি, এরপর উপসচিব

বিশেষ প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

অতিরিক্ত সচিব পদে শিগগিরই পদোন্নতি দিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা শেষে পদোন্নতিযোগ্য অতিরিক্ত সচিবদের খসড়া তালিকা তৈরি হয়েছে। এ মাসেই পদোন্নতির প্রজ্ঞাপন জারি হতে পারে। এবারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ১১তম ব্যাচের পদোন্নতিযোগ্য যুগ্মসচিবদের বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া বিশাল সংখ্যায় পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদেরও বিবেচনায় নেয়া হয়েছে। এদের মধ্যে অনেক কর্মকর্তা ডিসেম্বরের মধ্যে পিআরএলে চলে যাবেন। প্রশাসনকে ইতিবাচক ধারায় ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপ হিসেবে এমনটা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব হওয়ার তালিকায় অনেক পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা রয়েছেন। তারা প্রশাসনের সবচেয়ে সিনিয়র ৮৪ ও ৮৫ ব্যাচের কর্মকর্তা। তাদের চাকরি এক থেকে দেড় বছরের বেশি নেই। এরই মধ্যে এসএসবি’র সদস্যদের কাছে পদোন্নতি পাওয়ার জন্য আবেদন নিবেদন করছেন তারা। এবার তাদের ভাগ্যের শিকে ছেড়ার সম্ভাবনা রয়েছে। অতীতে কয়েক দফা পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দাবি, বিদায় বেলায় তারা যেন মান সম্মান নিয়ে চাকুরি জীবন শেষ করতে পারেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে ৩৯৬ জন কর্মকর্তাকে বিবেচনায় নেয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত ব্যাচ হিসেবে ১১তম ব্যাচের ১২৭ জনকে বিবেচনায় নেয়া হয়। এ ব্যাচের কর্মকর্তারা ২০১৬ সালের ২৭ নভেম্বর যুগ্মসচিব হন। যুগ্মসচিব পদে ২ বছর চাকরি করলেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জিত হয়। ওই হিসেবে তারা অনেক আগেই যোগ্যতা অর্জন করেছেন। এবার ২৬৭ জন পদোন্নতি বঞ্চিত যুগ্মসচিবকে বিবেচনায় নেয়া হয়েছে। এদের মধ্যে ৮২ বিশেষ ব্যাচের ১ জন, ৮৪ ব্যাচের ৩৪ জন, ৮৫ ব্যাচের ৯৩ জন, ৮৬ ব্যাচের ৫০ জন, ৯ম ব্যাচের ২৫ জন এবং ১০ম ব্যাচের ৩৮ জন কর্মকর্তা রয়েছে। এছাড়া ১১ ব্যাচের যুগ্মসচিব আছেন ১৫৮ জন। এর আগে গত ১৬ ই জুন যুগ্মসচিব পদে ১৩৬ জন উপসচিবকে পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে ১২ জন জেলা প্রশাসক ছিলেন। এ পদোন্নতিতে ১৭তম ব্যাচকে নতুন করে বিবেচনায় নেয়া হয়। এদিকে অতিরিক্ত সচিবের পর উপসচিব পদে পদোন্নতি দেয়ার কাজ শুরু হয়েছে। বিসিএস ২৭তম ব্যাচকে পদোন্নতি দিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status