বাংলারজমিন

পত্নীতলায় সড়ক বেহাল!

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলায় (নওগাঁ) থেকে

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৮:৪৮ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় সামান্য বৃষ্টিতেই মান্দাইন-ফতেপুর হইতে পাইকপাড়া গ্রামের কাঁচা সড়কটি বেহাল। এতে জনদুর্ভোগে পড়েছেন নানা শ্রেণি-পেশার স্থানীয় ভুক্তভোগী অর্ধলক্ষাধিক মানুষ।
জানা যায়, উপজেলার আকবরপুর ইউনিয়নের মান্দাইন-ফতেপুুর হইতে পাইকপাড়া গ্রামের রাস্তাটি বছরের পর বছর কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তায় কাঁদা জমে যাওয়ায় গ্রামের মানুষসহ সকল পথচারীদের অনেক কষ্টে রাস্তাটি দিয়ে চলাচল করতে হয়।
স্থানীয় রাকিবুল হাসান, সাইফুল ইসলাম, ময়েন উদ্দিন, বেলাল হোসেনসহ অনেকেই আক্ষেপ করে জানায়, সারা দেশে রাস্তা পাকা হলেও আমাদের গ্রামের সড়কটি কাঁচাই রয়ে গেল! এতে কৃষিনির্ভর এলাকার ধানসহ বিভিন্ন পণ্য পরিবহনে ভোগান্তির কবলে পড়েছেন। এমতাবস্থায় সড়কটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে০ জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে পতœীতলা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈকত দাশ বলেন, সড়কটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষের নিকট চাহিদার প্রস্তাবনা পাঠানো হয়েছে। পরবর্তী টেন্ডার হলেই সড়কটির পাকাকরণ কাজ শুরু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status