বাংলারজমিন

দাঙ্গামুক্ত সরাইল গড়ার অঙ্গীকার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৮:৪১ পূর্বাহ্ন

 সরাইলের দাঙ্গা প্রতিরোধে সহস্রাধিক লোকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং’ সভা। গতকাল রোববার সরকারি অন্নদা স্কুলমাঠে পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। প্রধান বক্তা পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির ধারক বাহক এ সরাইল দাঙ্গাপ্রবণ হতে পারে না। দাঙ্গা চলতে থাকলে প্রত্যেকের শরীরে পচন ধরে যাবে। সরাইলে দাঙ্গায় ভাঙচুর, লুটপাট, আহত, নিহত, হামলা ও মামলা আর শুনতে চাই না। এ জনপদের ইতিহাস থেকে দাঙ্গা মুছে ফেলতে চাই। সরাইলের দাঙ্গা প্রতিরোধে পুলিশের সঙ্গে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সমাজের প্রত্যেকটি লোক কমিউনিটি পুলিশিংয়ের সদস্য। যেকোনো অপরাধ দমনে তাদেরকে দায়িত্ব নিতে হবে। নতুবা সমাজে অশান্তি ও উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাবে। জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দাঙ্গা দমনে কমিউনিটিকে ভূমিকা নিতে হবে। দুই জনের কথা কাটাকাটি বা বাদানুবাদ পরিবার অথবা সমাজেই শেষ করতে হবে। সকলকে আরো আন্তরিক ও সহনশীল হতে হবে। অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমাজ গঠন প্রয়োজন। সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাঙ্গাবাজ ও ইন্ধনদাতাদের তালিকা করছে। কেউ পার পাবেন না। দাঙ্গামুক্ত সরাইল গড়তে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটি কমিউনিটি পুলিশিং কমিটি নতুন ভাবে গঠন করতে হবে। গ্রাম্য আদালতকে শক্তিশালী করতে হবে। চেয়ারম্যানরা বিচারিক ক্ষমতা পাবেন। সভায় উপস্থিত সকলেই হাত তুলে আর দাঙ্গা না করার অঙ্গীকার করেছেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মকবুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মৃধা আহমাদুল কামাল, সদস্য সচিব ও পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খোকন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও সমাজকর্মী মো. রওশন আলী প্রমুখ।




   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status