বিনোদন

নজরুলের ‘কাজরী’ মৌসুমী হামিদ

স্টাফ রিপোর্টার

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৮:০৩ পূর্বাহ্ন

গেল ঈদে বেশ কিছু ভালো নাটকে কাজ করার কারণে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ বেশ সাড়া পেয়েছেন। এদিকে ঈদ যেতে না যেতেই এ অভিনেত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন। কাজী নজরুল ইসলামের ‘বাদলও বরিষণে’র ছায়া অবলম্বনে নির্মিত এ নাটকটির নাম ‘কালো হরিণ চোখ’। নাটকে মৌসুমী হামিদ অভিনয় করেছেন কাজরী চরিত্রে। নাটকটির নাট্যরূপ দিয়েছেন বিষ্ণু এবং নির্মাণ করেছেন সীমান্ত সজল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, এবারের ঈদে আমার অভিনীত যে নাটকগুলো প্রচার হয়েছে তারমধ্যে বেশিরভাগ নাটকে কাজ করার জন্যই বেশ সাড়া পেয়েছি। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত নাটকগুলো আগ্রহ নিয়ে দেখেছেন। আর ঈদের পরপরই আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ‘কালো হরিণ চোখ’ নাটকে কাজ করেছি। ধন্যবাদ পরিচালক সীমান্ত সজলকে আমাকে কাজরী নামক চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি দর্শকের ভালো লাগবে। জানা যায়, আগামী ২৯শে আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মাছরাঙা টিভিতে ‘কালো হরিণ চোখ’ নাটকটি প্রচার হবে। প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে প্রকাশিত শুভ্র গোস্বামীর ‘ভালোবাসা’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও মৌসুমী হামিদের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। মৌসুমী হামিদ অভিনীত এই সময়ের আলোচিত ধারাবাহিক নাটক হচ্ছে এস এ হক অলিকের ‘জায়গীর মাস্টার’ যা বাংলাভিশনে প্রচার হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status