বিনোদন

এবার কলকাতার প্রেক্ষাগৃহে

স্টাফ রিপোর্টার

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৮:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ মুক্তি পেতে যাচ্ছে কলকাতার প্রেক্ষাগৃহে। শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্র নির্মাণ করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। এতে জ্যোতির বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি রূপ দিয়েছেন শ্রীকান্ত চরিত্রটি। আর জ্যোতি অভিনয় করেছেন রাজলক্ষ্মী চরিত্রে। চলচ্চিত্রটির মুক্তি সামনে রেখে এখন কলকাতায় এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন জ্যোতিকা জ্যোতি। সেখান থেকেই তিনি মুঠোফোনে বলেন, আগামী ২০শে সেপ্টেম্বর আমার অভিনীত এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এটি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। পশ্চিমবঙ্গে আমার প্রথম ছবি এটি। এ ছবির কারণে আমি এখানে দ্বিতীয় কোনো কাজ হাতে নেইনি। অপেক্ষা করেছি। অবশেষে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আমিসহ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টরা মুক্তির আগ পর্যন্ত এ ছবির প্রচারণায় সময় দিচ্ছি। এজন্যই বর্তমানে কলকাতায় আছি। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। জ্যোতি জানান, নতুন মোড়কে আসছে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’।  ছবিতে উঠে আসবে সীমান্তে অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারী পাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ, যেখানে রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে কলকাতায় চলে যাওয়া ছিন্নমূল পরিবারের একটি মেয়ে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে যাকে নামতে হয় দেহ ব্যবসায়ও। গত ১৬ই আগস্ট ছবিটির মোশন পোস্টার অবমুক্ত করা হয় ইন্টারনেটে। ‘বাকিটা ব্যক্তিগত’ খ্যাত নির্মাতা প্রদীপ্তের দ্বিতীয় চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’। জানা যায়, পুরনো সেই গল্পের সঙ্গে নতুন ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’র কোনো মিল দর্শকরা পাবেন না। পাবেন নতুন এক গল্প।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status