অনলাইন
শহিদুল আলমের মামলা স্থগিতই থাকবে
অনলাইন ডেস্ক
২০১৯-০৮-১৮
ফটো সাংবাদিক শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার এ আদেশ দেয়া হয়। একইসঙ্গে এ নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে বলা হয়েছে। এরআগে হাইকোর্ট মামলাটির তদন্ত স্থগিত করে দেয়।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের সময় শহিদুল আলমকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সাতদিনের রিমান্ড শেষে নিম্ন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের ১০৭ দিন পর মুক্তি পান তিনি।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের সময় শহিদুল আলমকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সাতদিনের রিমান্ড শেষে নিম্ন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের ১০৭ দিন পর মুক্তি পান তিনি।