দেশ বিদেশ

জম্মু-কাশ্মীরে চালু হলো ইন্টারনেট ও টেলিফোন সেবা

মানবজমিন ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ৮:৫১ পূর্বাহ্ন

প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ থাকার পর অবশেষে ভারতের জম্মু-কাশ্মীরে চালু হচ্ছে ইন্টারনেট ও টেলিফোন সেবা। শনিবার সকালেই কাশ্মীর উপত্যকায় ৫০ হাজারেরও অধিক ল্যান্ড লাইন চালু হয়েছে। একইসঙ্গে সেখানে চালু হচ্ছে ইন্টারনেট সেবাও। জম্মু-কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা অবলুপ্তির আগেই গত ৪ঠা আগস্ট সেখানে কড়াকড়ি আরোপ করে ভারত সরকার। তখন থেকেই গোটা উপত্যকাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। টেলিফোন ও ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জম্মু-কাশ্মীর। জারি করা হয় ১৪৪ ধারা ও বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজ। এ খবর দিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়েছে, ধীরে ধীরে ছন্দে ফিরে আসায় জম্মু-কাশ্মীরে টেলিফোন ও ইন্টারনেট সেবা চালু করে দেয়া হচ্ছে। এর আগে ১৩ দিন কার্যত অবরুদ্ধ হয়েছিল ভারতের কেন্দ্রশাসিত এ অঞ্চলটি। ইতিমধ্যে জম্মুতে স্কুল-কলেজ চালু হয়ে গেছে। ১৯ তারিখ থেকে কাশ্মীরেরও সকল স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফলে প্রাণ ফিরতে শুরু করেছে ওই অঞ্চলে। তবে এখনো সেখানকার বেশকিছু বিক্ষোভপ্রবণ এলাকায় ইন্টারনেট চালু হয়নি।
মধ্য কাশ্মীরের বদগাম, সোনামার্গ ও মণিগাম অঞ্চলে ল্যান্ড লাইন পরিষেবাগুলো পুনরুদ্ধার করা হয়েছে। উত্তর কাশ্মীরের গুরেজ, টাঙ্গমার্গ, উরি কেরান কর্নাহ এবং তাংধর অঞ্চলেও চালু হয়েছে পরিষেবাগুলো। শ্রীনগরের আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এলাকায় ল্যান্ড লাইনগুলো ফের চালু হয়েছে শনিবার। এ ছাড়া, পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। বিধিনিষেধ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সেখানকার প্রশাসন। শুক্রবার মুখ্য সচিব বিভিআর সুব্রাহ্মণ্যম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই সেখানকার স্কুলগুলো চালু হবে এবং পর্যায়ক্রমে পুরো অঞ্চলটিতে পরিষেবাগুলোও পুনরুদ্ধার করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status