বিনোদন

ববির টার্গেট

স্টাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

ইয়ামিন হক ববি এখন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের শীর্ষ একজন নায়িকা। সে সঙ্গে একজন প্রযোজকও। সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০১৯-২০২১ সালের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গেল ৭ই আগস্ট শপথ নিয়েছেন তিনি। শপথ নিয়ে ববি বলেন, আমার টার্গেট মন্দাবস্থার হাত থেকে চলচ্চিত্র শিল্পকে রক্ষা করা। এ কারণে একজন প্রযোজক হিসেবে নিয়মিত কাজ করে যাবো। পাশাপাশি একজন অভিনেত্রী হিসেবে ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করতে চাই। ববি অভিনীত ভালো গল্পের সিনেমা ‘বেপরোয়া’ মুক্তি পেয়েছে এই ঈদে। এই সিনেমাতে তার বিপরীতে আছেন নায়ক রোশান। সিনেমাটিকে ববি-রোশান জুটির অনবদ্য রসায়ন দর্শক গ্রহণ করেছেন বলে জানান ববি নিজেই। গেল রোজার ঈদে দর্শক ‘নোলক’ সিনেমায় ববি ও শাকিব খানের রসায়ন দারুণ উপভোগ করেছেন। আর এবারের ঈদে ববি-রোশানের রসায়ন। ববির ভাষ্যমতে, শাকিব খানের সঙ্গেও দর্শক যেমন তাকে গ্রহণ করেছেন ঠিক তেমনি রোশানের সঙ্গেও। ববি বলেন, আমি সবসময়ই দর্শকের প্রতি কৃতজ্ঞ। কারণ দর্শকের ভালোলাগার জন্যই ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয় করি। ‘বেপরোয়া’ ঠিক তেমনি গল্পের একটি সিনেমা। এতে আমার এবং রোশানের অভিনয় দর্শকের মন ছুঁতে পেরেছে, এটাই অনেক ভালোলাগার। এদিকে আজ ববির জন্মদিন। তবে দিনটি নিয়ে তার কোনোই পরিকল্পনা নেই। কারণ গেলো ৫ই এপ্রিল ববি তার বাবা কে এম ইমামুল হককে হারান। আবার তার মা মিসেস ভিখারুন্নেসা হজে গিয়েছেন। বাবা ছাড়া জীবনের প্রথম জন্মদিনে নিজেকে প্রচণ্ড একা মনে করছেন ববি। কিন্তু তারপরও বাবার আত্মার শান্তির জন্য আজকের এই দিনে তিনি বাদ যোহর রাজধানীর শেওড়াপাড়ায় অসহায় এতিমদের খাওয়াবেন। পাশাপাশি নিজের মতো করেই সময় কাটাবেন তিনি। ববি প্রযোজনা করেছেন ‘বিজলী’ নামের একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। ববির মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ দ্য সার্চ’, ‘বিজলী’, ‘ওয়ান ওয়ে’ ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশান জেসমিন’, মালেক আফসারীর ‘ফুল এন্ড ফাইনাল’, রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, বদিউল আলম খোকনের ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজা বাবু’, মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ ও শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ববি শাকিব খানের সঙ্গে নাফিজের নির্দেশনায় একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছিলেন। এটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। এছাড়া ববি তানিম রহমান অংশু, ইফতেখার চৌধুরীর নির্দেশনাতেও দু’টি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এস ডি রুবেলের বিপরীতে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status