দেশ বিদেশ

গত অর্থবছরে আইপিওতে ৫৭১ কোটি টাকা উত্তোলন

অর্থনৈতিক রিপোর্টার

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:৪০ পূর্বাহ্ন

 দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত অর্থবছরে (২০১৮-১৯) আইপিওর মাধ্যমে কোম্পানি ও ফান্ডগুলো ৫৭১ কোটি টাকা সংগ্রহ করেছে। ডিএসইর বার্ষিক প্রতিবেদন পর্যলোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য মতে, শিল্প উদ্যোক্তারা ২০১৮-১৯ অর্থবছরে বাজার থেকে ১টি মিউচ্যুয়াল ফান্ডসহ মোট ১৪টি সিকিউরিটিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৫৭১ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। এর মধ্যে ২টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২০১ কোটি ১৭ লাখ টাকা উত্তোলন করে। অপরদিকে, ২০১৭-১৮ অর্থবছরে ২টি মিউচ্যুয়াল ফান্ড সহ মোট ১১টি সিকিউরিটিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে মোট ৫৪১ কোটি ২৫ লাখ টাকা মূলধন সংগ্রহ করে। এর মধ্যে ২টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৭৪ কোটি ৩৩ লাখ টাকা উওোলন করে। উল্লেখ্য, গত অর্থবছরে যেসব কোম্পানি বাজারে এসেছে সেগুলো হলো, কাট্টালি টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, এমএল ডায়িং, ভিএফএস থ্রেড ডায়িং, আমান কটন, বসুন্ধরা পেপার, এস্কয়ার নিট, রানার অটোমোবাইলস, এসএস স্টিল, জেনেক্স ইনফোসিস, নিউ লাইন ক্লোথিংস, সিলকো ফার্মাসিউটিক্যালস ও সি পার্ল বিচ। এবং ১টি মাত্র ফান্ড হচ্ছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status