দেশ বিদেশ

আইসিসের ভিডিও নিয়ে জি নিউজের খবর, যাচাই করে দেখা হচ্ছে

মানবজমিন ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:৪০ পূর্বাহ্ন

দেশে দেশে যখন আইসিস-এর তৎপরতা স্তিমিত হয়ে আসছে তখন বাংলাদেশ প্রসঙ্গে আইসিস একটি ভিডিও প্রচার করেছে বলে জি নিউজের একটি রিপোর্টে বলা হয়েছে। ঢাকার নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ভিডিওটি সঠিক কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। দি বেস্ট আউটকাম ইজ ফর পায়াস শীর্ষক এই ভিডিওটি আমাক এজেন্সি ও আইসিসপন্থি টেলিগ্রাফ চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে বলে জি নিউজের পূজা মেহতার রিপোর্টে বলা হয়েছে। ভিডিওটি আট মিনিটের। এতে দুইজন কথিত আইসিস সদস্যকে দেখা যায়। ভিডিওটিতে আইসিসের চার ঙঢ়বৎধঃরাব কথা বলছেন বাংলায়। তারা সরকার ও নিরাপত্তা বাহিনীর সমালোচনা করে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও মিয়ানমারে মুসলিম নির্যাতনের চিত্র তুলে ধরে ভিডিওতে বলা হয়, এই অবস্থার অবসানে জিহাদে নামতে হবে। এ ভিডিওটি প্রসঙ্গে জানতে চাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল এমরানুল হাসান মানবজমিনকে বলেন, মাঝেমধ্যে বিভিন্ন সাইট থেকে এরকম করা হয়। আমরাও সতর্ক রয়েছি। র‌্যাবের সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তৎপর ও নজরদারি করছে। তিনি বলেন, একটি ভিডিও দেখে কোন কিছু নিশ্চিত হওয়া যাবে না। অনেক সময় ভুয়া আইডি থেকে আপলোড করা হয়। তাই আমরা ভেরিফিকেশন করছি, তদন্তও করছি। কারও কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status