খেলা

মিসবাহ-ই হচ্ছেন পাকিস্তানের কোচ!

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

 পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো সাবেক কোচ মিকি আর্থারের উত্তরসূরি খুঁজে পায়নি। তবে গুঞ্জন রয়েছে সাবেক অধিনায়ক মিসবাহ উল হক হতে পারেন সরফরাজদের নতুন কোচ। আর মিসবাহর অধীনেই প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ২২শে আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৪ ও অক্তিরিক্ত ৬, মোট ২০ ক্রিকেটার মিসবাহর দীক্ষা নেবেন। ফিল্ডিং ড্রিলস, নেট সেশনের পাশাপাশি ফিটনেসেও গুরুত্ব দেয়া হবে ক্যাম্পে। ১২ই সেপ্টেম্বর কায়েদ-ই-আজম ট্রফির মধ্য দিয়ে পাকিস্তানের ঘরোয়া মৌসুম শুরু হবে। এরপর জাতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খেলোয়াড়দের পুরোপুরি প্রস্তুত করে তুলতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’
ক্যাম্পে ডাক পাওয়া ২০ ক্রিকেটার
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়: আবিদ আলী, আসাদ শফিক, আজহার আলী, হারিস সোহেল, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।
কেন্দ্রীয় চুক্তির বাইরের খেলোয়াড়: আসিফ আলী, বিলাল আসিফ, ইফতিখার আহমেদ, মীর হামজা, রাহাত আলী ও জাফর গহর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status