বাংলারজমিন

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের নৌকায় শোক শোভাযাত্রা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:২৫ পূর্বাহ্ন

উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নে চলনবিল বেষ্টিত দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নৌকায় এক শোক শোভাযাত্রার আয়োজন করে। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে গ্রামবাসীর সহযোগিতায় এই ব্যতিক্রমী শোভাযাত্রা বের করে। স্থানীয় সমাজসেবী নুরুজ্জামান রানা সকালে এই শোভাযাত্রার উদ্বোধন করেন। এতে স্কুলের শিক্ষার্থী শিক্ষকসহ গ্রামের লোকজন অংশ নেন। দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদুল ইসলাম জানান, দিঘলগ্রাম স্কুলটি চলনবিলের বুকে অবস্থিত হওয়ায় বর্ষা মৌসুমে পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে কোথাও শুকনো জায়গা থাকে না। আর এ কারণে স্কুল থেকে এ বছর নৌকায় শোক শোভাযাত্রা বের করার ব্যবস্থা করা হয়েছে। শোভাযাত্রায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও গ্রামের লোকজন অংশ নেন। একই সঙ্গে স্কুলে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার ৪১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আওতায় দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারও উদ্বোধন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status