বাংলারজমিন

কালিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

পুলিশের গুলিবর্ষণ, গ্রেপ্তার ৩

নড়াইল প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:২৪ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে এক সাবেক ইউপি সদস্যর নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উপজেলার কলাবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মোল্যা নজরুল ইসলাম (৭০) কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। সন্ত্রাসীদের সামলাতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। গুরুতর আহত নজরুলকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোল্যা নজরুল ইসলামের স্বজনদের অভিযোগ- সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান বিপ্লবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলার ঘটনা ঘটায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে প্রভাব বিস্তার করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ নেতা হাফিজুর রহমান বিপ্লব প্রতিহিংসাপরায়ণ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ১০-১৫ জনকে নিয়ে কলাবাড়িয়া বাজারে অতর্কিতে হামলা চালায় নজরুলের উপর। সন্ত্রাসীদের হামলায় চায়ের দোকানে চা-পানরত নজরুল মাটিতে লুটিয়ে পড়ে। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করে চলে যায়। হামলার ঘটনা জানাজানি হলে উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন। হামলার ঘটনায় নজরুল মোল্যার ভাতিজা কামাল মোল্যা বাদী হয়ে নড়াগাতী থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। নড়াগাতী থানার ওসি মো. আলমগীর কবির বলেন, ‘নজরুল মোল্যার ওপর হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি জুবায়ের (৩৩) খুবায়ের (২৯) ও দিদারুলকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status