বাংলারজমিন

পরিকল্পিত ও আধুনিক সিটি হিসেবে গড়তে জাপান গেছেন গাজীপুর সিটির প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:২৪ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিটির একটি টিম জাপান গেছেন। গাজীপুর সিটিকে পরিকল্পিত ও আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে সেখানকার একটি সিটি মেয়রের সঙ্গে বৈঠক, সরজমিনে অভিজ্ঞতা অর্জন ও নানা ধরনের যন্ত্রপাতি ক্রয়ের উদ্দেশে তারা সেখানে গেছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একটি বিমানে তারা জাপানের উদ্দেশে রওনা দেন। এর আগে নগর মেয়র জাপান সফরে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
মেয়র জাহাঙ্গীর আলম জানান, এই সফরের মূলত তিনটি উদ্দেশ্য রয়েছে। সে গুলো হলো- নগরবাসীকে ময়লা-অবর্জনার দূষণ থেকে রক্ষা করা, রাস্তাঘাট টেকসই করা ও নগরের বহুতল ভবনগুলো অগ্নিনিরাপদ করার প্রযুক্তি পরিদর্শন ও ক্রয় করা। ৭ দিনের এই সফরের মধ্যে জাপানের হামতসু সিটি মেয়রের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে। তিনি আরো জানান, এই সফরের প্রধান বিষয় হচ্ছে বর্জ্য ব্যবস্থাপণা ও ময়লা-আবর্জনাকে রিসাইক্লিং (পুনর্ব্যবহার) করে সার ও বিদ্যুৎ তৈরির মাধ্যমে সম্পদে পরিণত করার প্রযুক্তি আনার পরিকল্পনা রয়েছে। নগরের বিভিন্ন ওযার্ডের সড়কগুলোর জন্য টেকসই প্রযুক্তি সম্পর্কে অবহিত হওয়া, পরিদর্শন ও প্রযুক্তি কেনা হবে। এই সিটিতে অনেক অনেক বহুতল কারখানা, শপিংমলসহ বিল্ডিং রয়েছে। এগুলোতে অগ্নিকাণ্ড সংগঠিত হলে তা থেকে রক্ষার জন্য প্রস্তুতি স্বরূপ উন্নত ও আধুনিক ফায়ার ফাইটিং ক্রেনসহ উপকরণ সংগ্রহ করা হবে। এই সফর অবশ্যই দ্রুত সময়ে গাজীপুর সিটির উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। সফরে মেয়র ছাড়া বাকি ৬ জনই হলেন নগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।
গত মাসে এই সিটি করপোরেশনের জন্য চলতি বছরের জন্য প্রায় সোয়া ৬ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেট ষোষণার পর বাজেট বাস্তবায়নের অংশ হিসেবেই নগরের নির্বাচিত মেয়রসহ কাউন্সিলরদের প্রতিনিধি টিমের এই সফর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status