বাংলারজমিন

বজ্রপাতে নিহত ৩

জামালপুর প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৭:৫৭ পূর্বাহ্ন

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে গতকাল সকালে এই বজ্রপাতের ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মইনুল ইসলাম বলেন, ওই ইউনিয়নের চেংটিমারি গ্রামের আবদুল লতিফের দুই ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও আল-আমীন (১৭) বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী ঝাওলার বিলে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তাদের শরীরের বেশিরভাগ অংশই বজ্রাঘাতে পুড়ে গেছে। নিহত আল-আমীন চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষের মাঝে শোক নেমে এসেছে।
দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ওদিকে দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক ওই উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউপির বেনিপুরের মনসুর আলীর  ছেলে। আহত মোতালেব হোসেন বলেন, বৃষ্টির মধ্যে দুই ভাই বাড়ির পাশের জমিতে আমন ধানের বীজতলা তৈরি করছিলাম। এ সময় বজ্রপাতে বড় ভাইয়ের শরীর পুড়ে যায়। আমিও আহত হয়েছি। বিরল থানার ওসি এ.টি.এম গোলাম রসুল বলেন, নিহত আবু বকর সিদ্দিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত মোতালেব হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status