অনলাইন

নয়ন বন্ডের বাসায় চুরি

বরগুনা প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৯, শুক্রবার, ৭:০৬ পূর্বাহ্ন

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নয়ন বন্ডের বাসায় বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। রাতের কোনো এক সময় কে বা কারা তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও অর্ধলক্ষাধিক নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়েছে বলে নয়নের মা সাহিদা বেগম দাবি করেছেন। তিনি এ ব্যাপারে বরগুনা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। আজ সকাল ১১টার দিকে বরগুনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নয়নের মা সাহিদা বেগম জানান, তার বড় ছেলে বিদেশ থেকে আসায় সে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে প্রতিবেশীরা ঘরের তালা ভাঙ্গা দেখে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি এসে বাসায় তালা ভাঙ্গা এবং আসবাবপত্র এলোমেলা দেখতে পান। নয়নের কূলখানির জন্য বাসায় তিনি ৫৪ হাজার টাকা রেখেছিলেন। এছাড়াও দেড় ভরি ওজনের কানের ঝুমকা, ৮ আনা ওজনের কানের রিং, তিন ভরি ওজনের গলার হার, তিন ভরি ওজনের হাতের রুলি ও এক ভরি ওজনের মাথার টিকলি তার পুত্রবধূ বড় ছেলে মিরাজের স্ত্রী’র কক্ষে ১২ হাজার টাকা ছিল। এছাড়াও তার বড় ছেলে মিরাজের স্ত্রীর কক্ষে রাখা ১৪ হাজার টাকা, নাতনির গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন ও পুত্রবধূ ও নাতনির হাতের দেড় ভরি ওজনের তিনটি আংটি খুঁজে পাচ্ছেন না। সবকিছুই রাতের আঁধারে চোরেরা চুরি করে নিয়েছে বলে তিনি দাবি করেন। নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলে তিনি পুলিশের কাছে দেয়া বিবরণে উল্লেখ করেন।

নয়ন বন্ডের বাসার পাশেরই অপর একটি বাসার ভাড়াটিয়া আনোয়ার হোসেন জানান, সকালে তিনি বাসা থেকে বের হয়ে নয়নের বাসার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে নয়নের মাকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে তিনি এসে বাসায় প্রবেশ করে টাকা ও স্বর্ণালঙ্কার খুঁজে পাননি।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবির হোসেন মাহমুদ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status