ভারত

কলকাতাতেও শোক দিবস উদযাপন

কলকাতা প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৯, শুক্রবার, ২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশের সঙ্গে কলকাতাতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ উপহাইকমিশনে অর্ধনমিতভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়েছে। পুষ্পস্তবক দিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ উপহাইকমিশনের কর্মকর্তা ও কলকাতার বিশিষ্টজনেরা। কলকাতায় সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশসহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান, বাংলাদেশের সাংসদ অ্যারোমা দত্তসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর সেখানে বঙ্গবন্ধু ও তাঁর নিহত পরিবারবর্গের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। উপস্থিত অতিথিরা ঘুরে দেখেন বঙ্গবন্ধুর কক্ষ।
এদিকে, এই বিশেষ দিবস উপলক্ষ্যে উপহাইকমিশনে আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। কলকাতায় ডেপুটি হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারীসহ কলকাতায় পাঠরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status