অনলাইন

কটিয়াদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ ও কটিয়াদী প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ২:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন অটোরিকশার চালক। তার নাম জামাল মিয়া (৩০)। তিনি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার বাসিন্দা। নিহত অপর দু’জন ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হচ্ছেন, আবদুল কাদির (৩০), পরিমল (২২), গিয়াস উদ্দিন (৪৫) ও সিরাজ উল্লাহ (৫০)। এদের মধ্যে আবদুল কাদির জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা গ্রামের আবদুল জলিলের ছেলে, পরিমল একই গ্রামের বিশ্বেশ্বর এর  ছেলে, সিরাজ উল্লাহ একই গ্রামের আবদুর রহমানের ছেলে এবং গিয়াস উদ্দিন একই ইউনিয়নের ডুইয়ারপাড় গ্রামের রজব আলীর ছেলে।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে করিমগঞ্জের চামড়াবন্দর থেকে ভৈরবে যাচ্ছিলেন। পথিমধ্যে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে চালকসহ অটৈারিকশার সব যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে চালক জামালসহ তিনজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status