বিশ্বজমিন

ভারতে স্বাধীনতা দিবস, পাকিস্তানে কালোদিবস

মানবজমিন ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১১:০২ পূর্বাহ্ন

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস আজ। সারা ভারতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। কিন্তু জম্মু-কাশ্মীরে বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এর প্রতিবাদে পুরো পাকিস্তান ও নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এ দিবসটিকে কালোদিবস হিসেবে পালন করছে পাকিস্তান। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন।
ভারতের স্বাধীনতা দিবসকে পাকিস্তানে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয় জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে। গত সপ্তাহে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করার পর এই কমিটির বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। আজাদ জম্মু-কাশ্মীর সরকারের এক মুখপাত্র বলেছেন, আজকের দিনে নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে কাশ্মীরের শহর ও সব শহরে ভারত বিরোধী র‌্যালি হবে। এটিই দিনের বড় কর্মসূচি। মিরপুরে একটি র‌্যালি বের হবে জেলা কোর্ট চত্বর থেকে। তা শহরের বড় বড় সড়ক প্রদক্ষিণ করবে।
জনগণকে ঘর ছেড়ে বেরিয়ে এসে লাহোরের র‌্যালিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। তিনি তাদেরকে বলেছেন, দেখিয়ে দিন পাকিস্তান ও কাশ্মীরের মানুষ অবিচ্ছেদ্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status