অনলাইন

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আগুন, যাত্রীদের ক্ষোভ, সাংবাদিকের উপর হামলা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১১ আগস্ট ২০১৯, রবিবার, ২:৫৩ পূর্বাহ্ন

যানজটে ভোগান্তির শিকার যাত্রীরা ক্ষিপ্ত হয়েছে। আজ সকাল থেকেই তারা মারমুখী ভূমিকায় অবস্থান করছেন। পৌলি থেকে এলেঙ্গা পর্যন্ত বেশ কয়েকটি জায়গায়য় রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা আগুন ধরিয়ে দেয়। সাংবাদিক বা পুলিশ যাকে দেখছে ক্রমেই তারা মারমুখী হয়ে উঠছে। দুপুরে যানজটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ। এসময় তার ক্যামেরা ভাঙচুর করে যাত্রীরা। যাত্রীদের এমন ক্ষিপ্ততা ও হামলার আশঙ্কায় অনেকটা অসহায় হয়ে পড়েছে পুলিশ। আত্মরক্ষার্থে তারা নিজেদের গুটিয়ে নিয়েছে। পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে পুলিশ কোন ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়ে অনেকটা কৌশলে আগাচ্ছে।

এদিকে গাড়ির চাপ বেশি থাকায় মাঝেই মাঝেই বন্ধ করে দেয়া হচ্ছে টোলপ্লাজা। ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় হতে মির্জাপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে যানবাহন। যানজটের কারনে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু আসতে সময় লাগছে ১২থেকে ১৫ ঘন্টা। এতে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।  ক্ষুধার্থ যাত্রীরা প্রতি গ্লাস পানি ৫ টাকা আর একটি ডাব কিনে খাচ্ছে ১২০ টাকার বিনিময়ে।
যানজটের বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গাড়ির চাপ বেশি থাকায় মাঝেই টোলপ্লাজা বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে গাড়ি না পাড় হওয়ায় পূর্বপাড়ে যানজটের সৃষ্টি হয়। পরে তা দীর্ঘ আকার ধারণ করে। এছাড়াও সিরাজগঞ্জের নলকা, হাটিকুমরুল দিয়ে গাড়ি ঠিকমতো না টানতে পারায় যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশের প্রায় একহাজার সদস্য নিরলস কাজ করে যাচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status