দেশ বিদেশ

যানজটের তথ্য নেই, যেটা হচ্ছে সেটা ধীরগতি: কাদের

স্টাফ রিপোর্টার

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:০৮ পূর্বাহ্ন

সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদযাত্রার প্রথম দুই দিনের তুলনায় শনিবারের পথ কিছুটা স্বস্তিদায়ক ছিল। উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজটের খবর গণমাধ্যমে এলেও মন্ত্রী জানিয়েছেন যানজটের  কোনো তথ্য  নেই। যেটা হচ্ছে সেটা ধীরগতি। এ কারণে সময়মত গাড়ি পৌঁছাতে পারছে না। যাত্রীরা টার্মিনালে বসে কষ্ট পাচ্ছে।  ওবায়দুল কাদের গতকাল সকালে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে  গেলে যাত্রীদের  ভোগান্তি নিয়ে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করেন।  জবাবে মন্ত্রী  বলেন বাংলাদেশের মানুষ ঈদ যাত্রায় যে দুর্ভোগ সেটাকে দুর্ভোগ হিসেবে মনে করে না। এটা তারা ঈদ আনন্দের অংশ হিসেবে মনে করে। তবে, কিছুটা দুর্ভোগ  যে নেই  সেটা অস্বীকার করার উপায়  নেই। রাস্তায় যানজটের খবর নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঢালাও মন্তব্য না করে স্পেসিফিক  কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। ঢাকা-চট্টগ্রাম, মহাসড়কে  যে সমস্যা ছিল, একদিকে ফোর লেনের রাস্তা থেকে উঠে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো, আবার আরেক দিকে ৮  লেনের রাস্তা থেকে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো। যার কারণে যানজট লেগেই থাকত। সে সমস্যাটা এখন আর নেই। উত্তর জনপদের দিকে যে সমস্যাটা সেটা রাস্তা নয়, সমস্যাটা হচ্ছে ঢাকা এলেঙ্গা মহাসড়ক থেকে চার লেনের রাস্তার গাড়িগুলো যখন টু লেনে ওঠে। তখনই সমস্যাটা সৃষ্টি হয়। রাস্তায়  কোনো সমস্যা  নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, বেহাল সড়কে কারণে  কোথাও যানজট হয়েছে, এমন তথ্য আমার কাছে নাই। পরশু দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে, তার কারণে যে গাড়িগুলো আটকে ছিল; সে  প্রেশারটাও ওই রাস্তার উপর দিয়ে গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status