ভারত

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি ভেন্টিলেশনে

কলকাতা প্রতিনিধি

১০ আগস্ট ২০১৯, শনিবার, ১:০৫ পূর্বাহ্ন

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শুক্রবারই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউটে (এইমস) ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বিজেপির শীর্ষ নেতৃত্ব শুক্রবারই হাসপাতালে গিয়ে অরুণ জেটলি অবস্থার খোঁজ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানালেও সূত্র মারফত জানা গেছে, তাকে আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই অরুণ জেটলি অসুস্থ। ডায়াবেটিসের রোগি তিনি। অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয়েছে তার। এ কারণে ফেব্রুয়ারি মাসে অন্তবর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাকে। শারীরিক অসুস্থতার জেরে মে মাসেও একবার এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। সেই থেকে সক্রিয় রাজনীতিতে সেভাবে আর দেখা যায়নি তাকে। এমনকি এ বছর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ তিনি। চিকিৎসাধীন রয়েছেন। তাই এবার নিজের জন্য একটু সময় চান। নতুন সরকারে তাকে কোনও দায়িত্ব না দিলেই ভাল। তবে সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অরুণ জেটলি। মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের পক্ষে নিয়মিত সওয়ালও করেছেন তিনি। মাত্র চার দিন আগেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অসুস্থ হয়ে এইমসে ভর্তি হলেও তাকে বাঁচানো যায় নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status