ভারত

‘পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে’

কলকাতা প্রতিনিধি

২৫ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১০:৫০ পূর্বাহ্ন

গত ৫ বছরে ১০ হাজারেরও বেশি অনুপ্রবেশকারী ভারতে ধরা পড়েছে। মঙ্গলবার লোকসভায় এই তথ্য পেশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গেই ধৃতের সংখ্যা ৯৭০২। জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে হাজার হাজার অনুপ্রবেশকারী ধরা পড়ছে। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এদিন লোকসভায় এক লিখিত তথ্যে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ২০১৪ সালে ২২৬০ জন, ২০১৫ সালে ৩২৯৬ জন, ২০১৬ সালে ১৮৭৫ জন, ২০১৭ সালে ৯৯২ জন এবং ২০১৮ সালে ৯০০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে। আর এ বছরের ৩০ জুন পর্যন্ত ধরা পড়েছে ৩৬৯ জন। তবে এই ৫ বছরে আসামে মাত্র ৫৯ জন ধরা পড়েছে। মন্ত্রী জানিয়েছেন, সীমান্তে কড়া পাহারা থাকলেও অনেকেই অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে। কয়েকদিন আগেই সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারতের প্রতি ইঞ্চি জমি থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status