বিশ্বজমিন

বৃটিশ ট্যাংকার আটক করায় ইরানকে সৌদির হুঁশিয়ারি বার্তা

মানবজমিন ডেস্ক

২২ জুলাই ২০১৯, সোমবার, ১:৩৩ পূর্বাহ্ন

ইরানের বৃটিশ ট্যাংকার আটকের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি একে আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান হিসেবে আখ্যায়িত করেছে। একইসঙ্গে অবিলম্বে ইরানকে বৃটিশ ট্যাংকার ছেড়ে দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর বলেন, ইরান যা করেছে তা সম্পূর্ন অগ্রহণযোগ্য। বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ইরানকে এখনই উচিৎ শিক্ষা দিতে হবে। এ খবর দিয়েছে আরব নিউজ।

গত দুই মাস ধরে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের দামামা বাজছে। সৌদির আমন্ত্রণে ইরানকে শিক্ষা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কিন্তু থেমে নেই ইরানও। নিজেদের জলসীমায় বৃটিশ ট্যাংকার প্রবেশের অভিযোগে সেটিকে আটক করেছে দেশটির রেভ্যুলুশনারি বাহিনী আইআরজিসি। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের পর বৃটেনের সঙ্গেও সম্পর্কে টানাপড়েন চলছে ইরানের। এ নিয়ে দু দেশের মধ্যে চলছে বিবৃতি-পাল্টা বিবৃতি। তারইমধ্যে বৃটেনের পক্ষ নিয়ে ইরানকে এমন হুঁশিয়ারি বার্তা দিলো সৌদি আরব। এর আগেও গত মাসে সৌদি বাদশাহ সালমান ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণে আরব রাষ্ট্র প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status