শেষের পাতা

ভূমিকম্পের তীব্রতা ছিল সিলেটে

স্টাফ রিপোর্টার

২০ জুলাই ২০১৯, শনিবার, ৯:২৬ পূর্বাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল দুপুর ৩টা ২২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম প্রদেশের জোরহাট থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। বাংলাদেশে এই ভূমিকম্পের তীব্রতা ছিলো সিলেটে। তবে এতে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, অরুনাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমদ জানান, বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এটি মাঝারি ধরণের ভূমিকম্প ছিল। সাধারণত উৎপত্তিস্থল থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্পের তীব্রতা কমতে থাকে। যে কারণে ঢাকায় সেভাবে অনুভূত হয়নি। এর একটু তীব্রতা ছিলো সিলেটে। উৎপত্তিস্থল থেকে বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে সিলেটের দূরত্ব কম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status