অনলাইন

এরশাদকে দেখতে রংপুরে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার

১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১২:৪৭ অপরাহ্ন

ছবিঃ জীবন আহমেদ

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাশ রংপুরে পৌঁছালে তাকে শেষবারের মতো দেখতে বিপুল জনতা ভিড় করেন। এসময় সাধারণ মানুষকে সামলাতে বেগ পেতে হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
সেনানিবাসের হেলিপ্যাড থেকে কালেক্টরেট ঈদগাহ মাঠে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন নেতাকর্মীরা। নেতাকর্মী-স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে রংপুরের বাতাস। দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় সাবেক এই প্রেসিডেন্টকে। এরপরেই ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান নেতাকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, কর্মকর্তা ও রংপুরের সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাশ রংপুরের মাটিতে দাফনের দাবি জোরালো হয়ে উঠেছে নেতাকর্মীদের মধ্যে। তাই অনভিপ্রেত যে কোনো পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রংপুরবাসীর প্রিয় নেতা এরশাদকে শেষবারের মতো দেখতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গতরাত থেকেই বিভিন্ন শ্রেণির মানুষ ছুটে এসেছেন। এরশাদের মৃত্যুতে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি আজ দোকানপাট বন্ধ রেখেছে রংপুরের ব্যবসায়ীরা।











   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status