বিনোদন
প্রকাশ হলো মুহিনের সুর সংগীতে লুইপার ‘তোমার প্রতি’
স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৭:৫৭ পূর্বাহ্ন

প্রথমবারের মতো মুহিন খানের সুর সংগীতে গান গাইলেন এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। গানটির শিরোনাম ‘তোমার প্রতি’। লিখেছেন জামাল হোসেন। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে গতকাল সন্ধ্যায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটিতে লুইপার কণ্ঠ দেয়া প্রসঙ্গে মুহিন খান বলেন, আমার সংগীত পরিচালনায় করা অন্যতম একটি গান এটি। গানটির কবিতা যখন হাতে পাই তখনই আমার মাথায় লুইপার নামটিই আসে। লুইপা ভয়েস দেয়ার পর আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। এতো অসাধারণ গেয়েছে, আমি বিশ্বাস করি শ্রোতারা এই গানে নুতন এক লুইপাকে খুঁজে পাবেন। জিনিয়া জাফরিন লুইপা বলেন,‘তোমার প্রতি’ গানটি আমার নিজেরও অনেক পছন্দের। একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি অনেক আন্তরিকতা দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। শ্রোতা-দর্শকের ভালো লাগলেই শিল্পী হিসেবে আমি ধন্য হবো। এদিকে এরইমধ্যে লুইপা শিবলী সাদিক পরিচালিত সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমায় কনক চাঁপার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি নতুন করে গেয়েছেন। নতুন করে এর সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। শিগগিরই এটি অনুপম রেকর্ডিং মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]