বিনোদন

জন্মদিনে হাদীর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র

স্টাফ রিপোর্টার

১ জুলাই ২০১৯, সোমবার, ৭:৫৭ পূর্বাহ্ন

দেশীয় সংগীতের অন্যতম প্রবাদ পুরুষ, জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে শ্রোতাদের সামনে নতুনভাবে আসছেন এই শিল্পী। গানের এই মানুষের জন্মদিন উপলক্ষে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র ‘দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’। বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে সেই কৈশোর জীবন থেকেই সংগীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন সৈয়দ আবদুল হাদী। তখনই হাতে-কলমে শিখেছেন গান। তার গাওয়া কালজয়ী গানের মধ্য থেকে ৪৬টি নিয়ে চারটি সিডি প্রকাশ করেছিল বাংলাঢোল। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এসেছে প্রামাণ্যচিত্র। ৩৪ মিনিট ব্যাপ্তির এ প্রামাণ্যচিত্রটি এতদিন দেখা গেছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্স অ্যাপগুলোতে। গতকাল দিবাগত রাতে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। ‘দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’ শীর্ষক এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। এতে তুলে ধরা হয়েছে কিংবদন্তি এই শিল্পীর বেড়ে ওঠা, গান নিয়ে তার চিন্তা-দর্শন, দেশীয় গানের নানা অনুষঙ্গসহ অনেক অজানা তথ্য।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status